অনেক ক্ষেত্রে আমরা উইন্ডোজ দিতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হয়। আবার ছোটখাটো কিছু ভুলের কারণে ও উইন্ডোজ ঠিকঠাকমতো ইন্সটল হয় না।
উইন্ডোজ ইন্সটল হয় না এক্ষেত্রে করণীয় কি
অনেকগুলো কারণে উইন্ডোজ সেটআপ এ সমস্যা হয়ে থাকে।
- পেনড্রাইভ এর কারণে
- হার্ডওয়ার জনিত সমস্যার কারণে
- বুট ডিভাইস সেটিংস এর সমস্যার কারণে
- ডিভিডি রাইটার এর সমস্যার কারণে
- পিসির র্যাম সমস্যার কারণে
- হার্ডডিক্স এর সমস্যার কারণে
উপরোক্ত উল্লেখিত সমস্যা গুলোর কারণে আপনার কম্পিউটারে ঠিকমতো উইন্ডোজ ইন্সটল হচ্ছে না। বা উইন্ডোজ ইনস্টল টিক মতো হলেও ঠিকমতো চলতেছে না।
পেনড্রাইভ এর সমস্যার কারণে
আপনি যদি কোন পেনড্রাইভে করে উইন্ডোজ ইন্সটল দেওয়ার চিন্তাভাবনা করে থাকেন তাহলে অনেক সময় আপনার পেনড্রাইভে সমস্যা থাকার কারণে উইন্ডোজ ঠিকমতো ইন্সটল হয় না। অনেকক্ষেত্রে দেখা যায় পেনড্রাইভ ঠিকঠাকমতো বুটেবল করা হয় না। ঠিকমতো বা সঠিক নিয়মে বুটেবল না করে অনেকে উইন্ডোজ দেওয়ার চেষ্টা করে। তাই প্রথম দিকেই সমস্যা দেখা দেয় অথবা উইন্ডোজ ইন্সটলের মাঝখান দিয়ে সমস্যা দেখা দিতে পারে।
পরামর্শ হলো যে যদি আপনি পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ইন্সটল করার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনার পেনড্রাইভ দিয়ে ঠিকঠাকমতো বুট করে নিবেন। অথবা যে সফটওয়্যার দিয়ে আপনি পেনড্রাইভ বোর্ড করেন না কেন তা যেন ঠিকঠাক ভাবে হয়।
হার্ডওয়ার জনিত সমস্যার কারণে
আপনার কম্পিউটারের হার্ডওয়ার জনিত সমস্যা বিদ্যমান রয়েছে। এ কারণেও আপনি উইন্ডোজ ঠিকমতো ইনস্টল দিতে পারবেন না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাওড়া জনিত সমস্যার কারণে আপনার কম্পিউটার ঠিকঠাক মত কাজ করতেছে না। তাই পরামর্শ থাকবে প্রথমে আপনার হার্ডওয়্যারজনিত সমস্যাগুলো সমাধানের মাধ্যমে পরবর্তীতে উইন্ডোজ ইন্সটল দেওয়ার চেষ্টা করা।
বুট ডিভাইস সেটিংস এ সমস্যার কারণে
আমরা অনেকেই ঠিকঠাক মত না বুঝেই বুট সেটিংসে বিভিন্ন পরিবর্তন করি। এই পরিবর্তনগুলো করা হয় মূলত বায়োস সেটিংস থেকে। তাই উইন্ডোজ ইন্সটল দেওয়ার ক্ষেত্রে প্রথমেই আপনি আপনার বায়োস সেটিংস ঠিক আছে কিনা তা চেক করে নিবেন।
বায়োস সেটিংস থেকে প্রায়োরিটি অংশটুকু আপনি ভালভাবে চেক করবেন যেন সবার প্রথমে আপনার উইন্ডোজ ইন্সটল দেওয়ার ডিভাইস টি থাকে। আর কখনোই বায়োস সেটিংসে হাত দেব না যতক্ষণ পর্যন্ত না এই বিষয়গুলো আমার না জানা থাকে।
ডিভিডি রাইটার এর সমস্যার কারণে
উইন্ডোজ ইন্সটল করার ক্ষেত্রে বুট মেনু সিলেক্ট করার পর যদি আপনার ডিভিডি বা সিডি বুট না হয় তাহলে অবশ্যই প্রথমে আপনার ডিভিডি রাইটার চেক করতে হবে। ডিভিডি রাইটার এর ক্ষেত্রে দেখা যায় ফাইল অর্ধেক কপি হওয়ার পর আপনার উইন্ডোজ ইনস্টল বন্ধ হয়ে গেল। অর্থাৎ ডিভিডি রাইটার হঠাৎ করেই আটকে যেতে পারে। আর আটকে গেলে বুঝতে হবে যে আপনার ডিভিডি বা সিডি তে সমস্যা রয়েছে।
কিন্তু আপনি যা করতে পারেন প্রথমে আপনি আপনার কাছে অন্য যদি কোন সিডি বা ডিভিডি রাইটার থাকে তাহলে ওইটা দিয়ে চেক করে দেখতে পারেন যে কাজ করে কিনা। আর অন্যথায় যদি এই সমাধানের পথ খোলা না থাকে তাহলে অবশ্যই আপনাকে নতুন করে সিডি বা ডিভিডি রাইটার ব্যবহার করতে হবে।
র্যাম জনিত সমস্যার কারণে
হঠাৎ করে উইন্ডোজ সেটআপ ইনস্টল আটকে গেলে বুঝতে হবে যে অনেক ক্ষেত্রে র্যাম সমস্যার কারণে হতে পারে। আর এজন্য আপনাকে প্রথমেই র্যাম খুলে ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে আবার পিসিতে কানেক্ট করতে হবে। এ সমস্যাটি দেখা যায় যখন আপনি অধিক সময় ধরে কম্পিউটার ব্যবহার করতেছেন কিন্তু কম্পিউটারের ঠিকমত মেনটেনেন্স করতেছেন না।
আর এই কারণে আপনার পিসিতে ধুলাবালি জমে একাকার হয়ে গিয়েছে। তবে মাঝে মধ্যেই পিসি মেনটেনেন্স করার দরকার সেটা অন্তত মাসে একবার। আর নিয়ম অনুযায়ী উইন্ডোজ দেওয়ার আগে অবশ্যই আপনার র্যাম খুলে আবার লাগানো উচিত।
আর যদি এত সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই আপনার র্যামের স্লট পরিবর্তন করে দেখতে পারেন।
হার্ডডিক্স সমস্যার কারণে
আপনার কম্পিউটারের হার্ডডিস্ক কম্পাবিলিটি ঠিক আছে কিনা তা একবার চেক করে নিন। কারণ উইন্ডোজে লেটেস্ট ভার্সন গুলো একটি নির্দিষ্ট পরিমান হার্ডডিস্ক স্টোরেজঃ কম্পাটিবিলিটি নির্দিষ্ট করে রাখে।
আবার আপনি যে হার্ডডিক্সে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইন্সটল করবেন ওই হার্ডডিস্কটি এনটিএফএস ফরমেটে আছে কিনা তা একবার চেক করে নিন। যদি অন্য কোন ফরমেটে থেকে থাকে তাহলে অবশ্যই পরিবর্তন করে নেবেন।
আবার হার্ডডিক্স এর ক্ষেত্রে আপনার হার্ডডিস্ক এর কানেকশন ঠিকমত আছে কিনা অথবা হার্ডডিস্ক ঠিক আছে কিনা তা একবার চেক করে নিন। কারণ অনেক সময় পুরনো হার্ডডিক্স হলে উইন্ডোজ ঠিকমতো ইনস্টল করতে পারেনা।
এক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনি ২০২২ সালে এসে আর হার্ডডিস্ক ব্যবহার না করে SSD তে ফিরে আসুন। অন্তত শুধুমাত্র উইন্ডোজ ইনস্টল দেওয়ার জন্য আপনার 128gb একটি এসএসডি খুব ভালো উপকারে আসতে পারে। আপনি হার্ডডিক্স এর পরিবর্তে এসএসডি ব্যবহার করেই দেখুন কী পরিমাণ স্পীড আপনি পান।
উপরোক্ত সমস্যা গুলোর কারণে আপনার কম্পিউটার ঠিকঠাকমতো উইন্ডোজ ইনস্টল হয়না। যদি এই সমস্যাগুলো সমাধান করেন আপনি উইন্ডোজ ইন্সটল দিতে পারতেছেন না তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান যে আপনার মূলত কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন।