ঐকিক নিয়ম কাকে বলে
আমরা বিভিন্ন নিয়মে গণিতের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকি। ঐকিক নিয়মও গণিতের বিভিন্ন সমস্যা সমাধানের একটি পদ্ধতি।
এ পদ্ধতিতে সর্বপ্রথম কোন কিছুর একটির মান বের করে সমাধান করতে হয়। যেমন কতগুলো জিনিসের পরিমাণ, জিনিসের ওজন, জিনিসগুলোর দাম ইত্যাদি দেওয়া থাকলে সেখান থেকে প্রথমে একটি জিনিসের পরিমাণ, ওজন, দাম ইত্যাদি বের করতে হয়।
এরপর সেখান থেকে নির্দিষ্ট সংখ্যক একই জাতীয় জিনিসের পরিমাণ, ওজন, দাম ইত্যাদি নির্নয় করতে হয়। আর এই পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে।