কম্পিউটার হচ্ছে একটি জনপ্রিয় ডিভাইস। কম্পিউটার বিভিন্ন ধরনের ডিভাইস রয়েছে। আমরা যখন কম্পিউটার ব্যবহার করি তখন কম্পিউটারকে কোনো ইনপুট দেই এবং কম্পিউটার তার উপর কাজ করে থাকে।
কম্পিউটার সে কাজটি সম্পূর্ণ করার পর ফলাফল হিসেবে একটা আউটপুট দেয় আমাদের। যে ডিভাইসের মাধ্যমে আমরা এই আউটপুট টি পেয়ে থাকি সেটিকে আউটপুট ডিভাইস বলে।
আউটপুট ডিভাইস কাকে বলে
সহজ ভাবে বললে আউটপুট ডিভাইস কম্পিউটারের এমন একটি উপাদান যার মাধ্যমে কম্পিউটার থেকে কোন ডাটা ব্যবহারকারীর কাছে পৌঁছায়।
বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইস রয়েছে।
যেমন: মনিটর, প্রিন্টার, অডিও স্পিকার, হেডফোন, ভিডিও কার্ড, সাউন্ড কার্ড, প্রজেক্টর, জিপিএস ইত্যাদি।
আউটপুট ডিভাইস কে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয়েছে
- ভিজুয়াল আউটপুট
- ডিভাইস-মনিটর
- প্রজেক্টর
- ভিডিও কার্ড ইত্যাদি।
প্রিন্টার আউটপুট ডিভাইস
- লেজার প্রিন্টার
- এলইডি প্রিন্টার
- থ্রিডি প্রিন্টার ইত্যাদি।
- ডাটা আউটপুট ডিভাইস
- জিপিএস(গ্লোবাল পজিশনিং সিস্টেম)
- সাউন্ড আউটপুট ডিভাইস-সাউন্ড কার্ড
- হেডফোন
- স্পিকার ইত্যাদি।