আধুনিক যুগ তথ্য প্রযুক্তির যুগ। আর কম্পিউটার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ যন্ত্র। কম্পিউটার ছাড়া বর্তমান বিশ্ব কল্পনা করা অসম্ভব। আসুন জেনে নেই কম্পিউটার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
Compute একটি গ্রিক শব্দ। এর অর্থ হিসাব বা গণনা করা। কম্পিউটার শব্দের অর্থ হলো গণনাকারী যন্ত্র।
ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। কম্পিউটার এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যার মাধ্যমে তথ্য সংরক্ষণ, তথ্য আদান-প্রদান, আউটপুট প্রদর্শন, জটিল হিসাব-নিকাশ, শব্দ শোনা, ছবি দেখা সহ নানা ধরনের কাজ করা যায়।
কম্পিউটার ডাটা ইনপুট প্রসেস আউটপুট করে।
কাজের ধরন ও গঠন অনুসারে কম্পিউটার ৩ প্রকার। যথা – এনালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার।
কম্পিউটারের আয়তন আকার কার্যক্রম অনুসারে আবার চার প্রকার। যথা সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার।
- Commonly এর C
- Operated এর O
- Machine এর M
- Particularly এর P
- Used for এর U
- Technical এর T
- Education এর E
- Research এর R
এই ৮ লেটারের এর সমন্বয় গঠিত COMPUTER।
সুতরাং বলা যায় তথ্য-উপাত্ত প্রক্রিয়াকরণের যন্ত্রণাকে কম্পিউটার বলে।
কম্পিউটারের যেমন অনেক সুফল রয়েছে তেমনি কুফল ও রয়েছে।
কম্পিউটারের কিছু কুফল অর্থাৎ ক্ষতিকর দিক সম্পর্কে জানি।
অনেক সময় ধরে কম্পিউটারে বসে থাকলে ঘার, কোমর ব্যথা, মাংসপেশি শক্ত, কাঁধে, হাতে ব্যথা হতে পারে।
কম্পিউটারের স্ক্রিনে অনেকক্ষণ তাকায় থাকলে চোখে ঝাপসা দেখা, চোখ ব্যথা, চোখে পানি পড়া ইত্যাদি সমস্যা হতে পারে।
প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে কম্পিউটার ব্যবহার করা যাবে না। প্রয়োজনের চেয়ে অধিক কম্পিউটার ব্যবহার করাকে কম্পিউটারের আসক্তি বলে। তাই আমাদের কম্পিউটারে যেন আসক্তি না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। এর জন্য আমরা মাঠে খেলাধুলা করতে পারি পরিবারকে সময় দিতে পারি।