অজগর সাপ। এত বড় অজগর সাপ হয়তো আগে বাংলাদেশে কখনো দেখা যায়নি।
এ অজগর সাপ টি লাউয়াছড়া বন সংলগ্ন একটি লেবু বাগানের পাশে চা বাগান এলাকায় দেখা যায়। স্থানীয় কিছু যুবক এ অজগর সাপ টি দেখতে পায়। তারা এটি একটি ভিডিও ধারণ করেছে যা চ্যানেল টোয়েন্টিফোর ইউটিউব চ্যানেলে দেখানো হয়েছে।
পুরো অজগর সাপ টি দেখতে নিচের ভিডিওটি দেখুন।
অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন যে এরকম অজগর সাপ আপনারা আগে কখনো দেখেছেন কিনা।