RCEP(Regional Comprehensive Economic Partnership) বাণিজ্য চুক্তি কার্যকর হয় ১ জানুয়ারি ২০২২ থেকে। RCEP এর অন্তর্ভুক্ত দেশ ১৬ টি।
যথাঃ চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, (ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন) বন্ধনীর ভিতরের রাষ্ট্রগুলো আসিয়ানভুক্ত রাষ্ট্র।