OPEC এর পূর্নরূপ হচ্ছে Organization of the Petroleum Exporting Countries (পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা)। OPEC বা ওপেক এর সদরদপ্তর অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনা’তে। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে। বর্তমানে ওপেক এর সদস্য দেশ ১৩ টি। যথাঃ অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইউএই, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব, গ্যাবন, গিনি।