নগদ একাউন্ট ডায়াল কোড – *১৬৭#
আমরা অনেক সময় হরহামেশাই প্রয়োজনীয় সময় অনেক কোড মনে করতে পারি না। যদি আপনারা নগদ একাউন্টের ডায়াল কোড মনে করতে না পারেন তাহলে আপনাদের জন্য এই পোস্ট। আমি নিশ্চয়ই একেবারে প্রথমেই নগদ ডায়াল কোড টি দেখতে পেরেছেন।
*১৬৭# ডায়াল কোড প্রেস করার মাধ্যমে আপনি নগদ একাউন্টে প্রবেশ করতে পারেন ইউএসএসডি এর মাধ্যমে।
আশাকরি আপনার উত্তরটি পেয়েছেন।