NATO এর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। ন্যাটো (NATO) এর পূর্ণরূপ North Atlantic Treaty Organisation (উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট)। ন্যাটো একটি সামরিক সহযোগিতা জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে NATO এর সদস্য দেশ ৩০ টি।