আমাদের দিনে 24 ঘণ্টার মতো সময় থাকে। এটা মোটামুটি সবার জন্যই একইরকম বরাদ্দ। কারো জন্য কম বা বেশি নয়। কিন্তু এই 24 ঘন্টার ভিতরে কেউ সফলতা অর্জন করতে পারে আবার অন্যজন পারেনা।
- আসলে কেন এই ব্যাপারটি হয়? আপনার কি কখনো ভেবে দেখেছেন?
- আবার কখনো কি ভেবে দেখেছেন যে 24 ঘন্টার ভেতর কোন সময় টুকু সবচেয়ে বেশি কার্যকরী?
আমরা এসকল ব্যবহারগুলো কখনো খেয়াল করতে চাইনা। অনেক বাবা-মাকে বলতে শুনে থাকবেন যে ছেলে-মেয়েদের বলে থাকে অমুকের ছেলে রোল নম্বর 1 হয় তোর কেন হয় না? সে যা খায় তুই তো খাস। ও যা খেলে তুই তাই খেলোস। কিন্তু ওর আর তোর মধ্যে পার্থক্য কি।
সময়ের সঠিক ব্যবহার কিভাবে করবেন দেখুন
দেখবেন এই ধরনের কথা অনেক বাবা মা ই তাদের ছেলেমেয়েদের কটুক্তি করে বলে। কিন্তু মূল কোন ব্যাপারটা আছে যে ওই সময়টুকু যদি আপনি সঠিকভাবে কাজে লাগান তাহলে আপনার জন্য যে কোনো প্রাপ্তি সফলতা বয়ে আনবে।
এমন একটি ভিডিও ইউটিউবে আছে ডক্টর নাবিল এর।
তিনি এই ভিডিওতে একটি রিসার্চের ব্যাপারে কথা বলেছেন যে 24 ঘন্টা সময়ের ভেতরে কোন সময় গুলো সবচেয়ে বেশি কোন কাজের জন্য পারফেক্ট। সকাল-বিকাল কিংবা রাত এই তিনটি সময় আপনি কোন কাজটি কোন সময় করবেন এবং ওই সময় করলে কি ধরনের ফল পাওয়া যায় তা এখানে গভীরভাবে বুঝানো হয়েছে।
ভিডিওটি পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন 24 ঘন্টা সময়কে সবচেয়ে ভালোভাবে কিভাবে কাজে লাগাতে পারবেন।