FAO এর সদর দপ্তর ইতারির রোমে অবস্থিত। FAO এর পূর্নরূপ Food and Agricultural Organization (খাদ্য ও কৃষি সংস্থা)। এই আন্তর্জাতিক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে ক্ষুদা দূর করতে, পুষ্টি ও খাদ্যের নিরাপত্তা বজায় রাখতে সম্মলিতভাবে কাজ করার জন্য। ১৯৪৫ সালে ১৬ অক্টোবর ফাও/FAO প্রতিষ্ঠিত হয়েছে।