আপনি নিশ্চয় একজন বাংলাদেশী। তাই বিদেশি জিনিসের কদর বুঝেন। আমরা আসলেই এমন জাতি যে নিজেদের পণ্যের প্রতি এত গুরুত্ব না দিয়ে বাইরের দেশের পণ্যের প্রতি অনেক গুরুত্ব দিয়ে থাকে। এর অবশ্য একটি কারণ রয়েছে।
যাই হোক সেই কথায় না গিয়ে আপনার যদি অ্যামাজন সহ বিশ্বের বড় বড় কয়েকটি ইকমার্স সাইট থেকে কোন পণ্য পছন্দ হয়ে থাকে তাহলে সেটি কিভাবে বাংলাদেশ থেকে অর্ডার করার মাধ্যমে নিজের কাছে নিয়ে আসতে পারবেন।
হা এমনই একটি ওয়েবসাইট আছে যারা কিনা আপনার পছন্দের পণ্যটি অ্যামাজন থেকে সরাসরি আপনার কাছে পৌঁছে দিবে।
ওয়েবসাইটের নাম হল ব্যাকপ্যাকব্যাঙ্গ বা Backpackbang

এমন কিছু পণ্য রয়েছে যা বাংলাদেশ থেকে খুব কম দামে অন্যান্য ওয়েব সাইট থেকে কেনা যায়। সে সকল প্রোডাক্ট গুলো খুব ভালো মানের হয়।
Backpackbang ওয়েবসাইট থেকে আপনি কিভাবে অর্ডার করবেন তা ধাপে ধাপে দেখানো হলো।
প্রথমে দেখে নেয়া যাক আপনি কোন কোন ওয়েবসাইট থেকে আপনার পছন্দের পণ্যটি সংগ্রহ করতে পারবেন
প্রথমে আপনি উপরের চিত্রে দেখানো ওয়েবসাইটগুলো থেকে আপনার পণ্যটি বাছাই করুন।

আমি একটি হ্যান্ড গ্লাভস কিনব। তাই আমি যদি অ্যামাজন থেকে পণ্যটি কিনতে চাই তাহলে প্রথমেই আমাকে অ্যামাজন থেকে হ্যান্ডগ্লাভস গুলো পছন্দ করতে হবে।

ধরুন আমি আমার পছন্দ মত একটি হ্যান্ড গ্লাভস বাছাই করলাম।

দেখুন এই হ্যান্ডগ্লাভস এর দাম দেখাচ্ছে 16.99$
এখন আপনার কাজ হল এই যে – হ্যান্ড গ্লাভস এর পেজ এর লিংকটি সংগ্রহ করা।

লিংক কপি করার পর আপনি এবার যাবেন Backpackbang ওয়েবসাইটে।

ওয়েব সাইটে যাওয়ার পর লিংকটি পেস্ট করে দিবেন। এবং রিকোয়েস্ট করবেন।

রিকোয়েস্ট করার পর দেখতে পাবেন আপনার লগইন করতে বলতেছে। যদি আপনার অ্যাকাউন্ট থাকে এই ওয়েবসাইটে তাহলে লগইন করে ফেলুন অথবা একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন।
লগইন করার পর আপনার রিকুয়েস্ট আইটেমটি দেখতে পাবেন।

আপনার রিকুয়েস্ট আইটেমটি দেখানোর জন্য তারা সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত সময় নিয়ে থাকে। তারা পণ্যটি অ্যামাজন থেকে এর রিভিউ করে তাদের ওয়েবসাইটে দেখাবে ন্যূনতম 24 ঘণ্টার মধ্যে। এক্ষেত্রে তারা এই পণ্যটি বাংলাদেশ পর্যন্ত পৌঁছাতে কত খরচ হতে পারে এবং পণ্যের দাম আপনার ইমেইলে পাঠিয়ে দেবে।

দেখুন আমার পণ্যটি আপনারা রিভিউ করতেছে এজন্য পেন্ডিং দেখাচ্ছে।
রিভিউ করার পর আপনি চেক আউট এ ক্লিক করে তাদেরকে মূল্য পরিশোধ করার পর আপনার ঠিকানায় 10 থেকে 15 দিনের মধ্যে পণ্যটি পেয়ে যাবেন আশা করা যায়।
আশা করি বুঝতে পেরেছেন Backpackbang ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা পণ্য অর্ডার করতে পারেন।
অর্ডার করার পর থেকে 12 দিনের মধ্যে আপনি অর্ডারটি আপনার হাতে পেয়ে যাবেন বলে তারা অঙ্গীকার করেছে।