খুবই দুঃখের বিষয় যে আমাদের সবার প্রিয় অ্যালেক্সা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যারা অনলাইনে কাজ করি তারা নিশ্চয়ই অ্যালেক্সা সম্পর্কে গভীর ধারণা রাখে।
কোম্পানিটি একটি নোটিশের মাধ্যমে তাদের হোমপেজে জানিয়ে দিয়েছে যে তারা 2022 সালের মে মাসে বন্ধ হয়ে যাবে।
অ্যালেক্সা মূলত অ্যামাজনের একটি কোম্পানি। অ্যামাজন কি তা আমার সবাই জানি। মূলত 1996 সালের এপ্রিল মাসে অ্যালেক্সা যাত্রা করে। এবং তাদের মূল উদ্দেশ্য ছিল একটি ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে। একটি ওয়েবসাইট কি পরিমাণ ট্রাফিক পায় তা জানা যায় এলেক্সার মাধ্যমে।
সুতরাং বুঝতেই পারছেন অ্যালেক্সা গুরুত্ব কতটুকু। কিন্তু ঠিক কি কারণে অ্যালেক্সা বন্ধ হয়ে যাবে তা এখনো জানা যায়নি।
আপনি চাইলে এখনি অ্যালেক্সা অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে তাদের বন্ধ হয়ে যাওয়া নোটিফিকেশনটি দেখতে পারবেন। আমরা এলেক্সা কে সত্যিই মিস করবো 2022 সালে।


তবে আপনি চাইলেই এখন আপনার ওয়েবসাইটটি এলেক্সা টুলে দিয়ে দেখতে পারেন আপনার ওয়েবসাইটটি কি পরিমান ভিজিটর পাচ্ছেন এবং কোন কোন কিওয়ার্ড দিয়ে ভিজিটর পাচ্ছে এবং কোন কোন সাইটের সাথে কম্পিটিশন করতেছে।
সত্যিই দরকার একটি টুল কিন্তু কেন বন্ধ হয়ে যাবে তা আসলে পরিষ্কার না।