বর্তমান সময়ে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপের সকল ফিচার রয়েছে আবার কোনো কোনো ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ থেকে বেশি ফিচার রয়েছে মেসেঞ্জারে। তারপরও কেন হোয়াটসঅ্যাপ (whatsapp), মেসেঞ্জার (messenger) এবং ইমু (IMO) থেকে এত জনপ্রিয়?
প্রথমত হোয়াটসঅ্যাপে কোনো অ্যাড নেই। আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা খুব সহজ শুধু মোবাইল নাম্বার দিয়ে এটি খোলা যায়, কোনো পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে না। মোবাইল নাম্বার দেওয়ার পর ওটিপি আসবে সেটি দেওয়ার পর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে।
ইমু, মেসেঞ্জার ইত্যাদি অ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে অডিও এবং ভিডিও কল কোয়ালিটি খুবই ভালো। হোয়াটসঅ্যাপে যেকোনো ছবি, ভিডিও, ফাইল আদান-প্রদান করলে সেটার সাইজ বা কোয়ালিটি ঠিক থাকে। Whatsapp আপনি কম্পিউটার অথবা ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারবেন সহজে। হোয়াটসঅ্যাপে পিডিএফ, ডকস, জেপিজি, এক্সেল শিট ইত্যাদি সকল ফাইল আদান প্রদান করতে পারবেন। আর এগুলো খুব দ্রুত আদান-প্রদান করা যায়।
সুতরাং বলা যায় ইমু, মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপ সেরা। তবে আপনি যদি বড় ধরনের ফাইল শেয়ার করা যায় এরকম অ্যাপ খুঁজে থাকেন তাহলে টেলিগ্রাম ব্যবহার করতে পারেন। কারণ টেলিগ্রামে ২ জিবি পর্যন্ত ফাইল শেয়ার করা যায় আর হোয়াটসঅ্যাপে মাত্র ১০০ এমবি।