বিশ্বের প্রথম বৃহত্তম বাড়ি হচ্ছে ইস্তানা নুরুল ইমান প্রাসাদ (Istana Nurul Iman Palace)। একে ইংরেজিতে দ্য লাইট অফ ফেইথ প্যালেস (The Light of Faith Palace) বলা হয়। এই বাড়িটি ব্রুনাই’য়ের বান্দআর সেরি বেগাওয়ান (Bandar Seri Begawan, Brunei) শহরে অবস্থিত। এই প্রাসাদটি ব্রুনাইয়ের সুলতানের বাসভবন।
১৯৮৪ সালে ইস্তানা নুরুল ইমান প্রাসাদ তৈরি সম্পন্ন হয়। এটি ডিজাইন করেছেন লিয়েন্দ্রো লোকসিন। প্রাসাদটির আয়তন ২১ লক্ষ ৫০ হাজার বর্গফুট। এই প্রাসাদে ১৭৮৮ টি রুম, ২৫৭ টি বাথরুম, ৫ হাজার অতিথি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি হল এবং ১৫০০ মানুষ থাকার মত একটি মসজিদ রয়েছে। আরো রয়েছে ১১০ টি গাড়ি রাখার মতো গ্যারেজ, শীততাপ নিয়ন্ত্রিত ২০০ পোলো পনির স্টেবল এবং ৫টি সুইমিং পুল।