আয়তনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম বাঁধ তারবেলা বাঁধ (Tarbela Dam)
তারবেলা বাঁধ (Tarbela Dam)
আয়তনের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় বাধঁ পাকিস্তানের তারবেলা বাঁধ (Tarbela Dam)। এই বাঁধ তৈরির কাজ সম্পূর্ণ হয় ১৯৭৬ সালে। বাধঁটি তৈরি হতে সময় লাগে প্রায় নয় বছর। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সিন্ধু নদীর তীরে তারবেলা বাঁধের অবস্থান। এটি তৈরি করতে খরচ হয় ৩০ হাজার কোটি টাকা। বাধঁটির দৈর্ঘ্য ২৭৪৩ মিটার এবং উচ্চতা নদীপৃষ্ঠ থেকে ১৪৩ মিটার। তারবেলা বাঁধটির জলধরে রয়েছে তারবেলা হ্রদ যার পৃষ্ঠার ক্ষেত্রফল প্রায় ২৫০ বর্গ কিলোমিটার।
জিনপিং-১ বাধঁ (Jinping-1 Dam)
উচ্চতার দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় বাধঁ চীনের জিনপিং-১ বাধঁ (Jinping-1 Dam)। বাধঁটি চীনের ইয়ালং নদীতে অবস্থিত। এটি ২০১৩ সালে বাধঁটি চালু করা হয়। জিনপিং-১ বাধেঁর উচ্চতা ৩০৫ মিটার এবং দৈর্ঘ্য ৫৬৯ মিটার।
উচ্চতার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম বাধঁ চীনের জিনপিং-১ বাধঁ (Jinping-1 Dam)