মোবাইলে এমবি শেষ হয়ে গেলে টাকা কাটবে না এটা বন্ধ করার খুব সহজ উপায় রয়েছে। সিমে পে-পার ইউজ নামে একটি প্যাক আছে যেটা একটিভ করা থাকলে ডাটা ব্যবহার করলে টাকা কাটে। এখন কথা হচ্ছে এটা কিভাবে বন্ধ করবেন।
রবি সিমে পে-পার ইউজ অফ করার নিয়ম
আপনার মোবাইলে iBuddy এপ্লিকেশন ডাউনলোড করুন। তারপর আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিন। তারপর আপনার ফোনে একটি ওয়েলকাম মেসেজ পাবেন। এরপর মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *৮৪৪৪*৮৮# ডায়াল করার পর যদি iBuddy রেজিস্ট্রেশন নামে কোনো এমবি প্যাক থাকে তাহলে এমবি শেষ হলে আর টাকা কাটবে না।
তাছাড়া আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *৮৪৪৪# তারপর Manage existing plan নামের অপশনে ঢোকার জন্য ২ লিখে রিপ্লাই দিন। তারপর আপনার সামনে পে-পার ইউজ নামে একটি অপশন আসবে। সেটা অফ করতে ১ লিখে রিপ্লাই দিন এবং অন করতে ২ লিখে রিপ্লাই দিন।
গ্রামীণফোন সিমে পে-পার ইউজ অফ করার নিয়ম
প্রথমে মোবাইলে ডায়াল প্যাডে গিয়ে *১২১*৩০৪৫# ডায়াল করুন। ডায়াল করার পর আপনার ফোনে একটি মেসেজ আসবে। তাহলে আপনার এমবি শেষ হয়ে গেলেও ডাটা চালু থাকলে মোবাইলের টাকা কাটবে না।
তাছাড়া অন্য আরেকটি উপায় অবলম্বন করলে এমবি শেষ হলেও টাকা কাটবে না। প্রথমে *১২১*৩*৭*৩# ডায়াল করুন। তারপর আপনার মোবাইলের ইন্টারনেট বন্ধ করুন। তারপর আবার *৫০০০*৫৫# ডায়াল করে জিপি ইজি নেট অন করুন। ব্যস কাজ হয়ে যাবে।