মোবাইলের সবসময় নাইট বা ডার্ক মোড ব্যবহার করলে মোবাইলের কোনো ক্ষতি হয় না। মূলত ডার্ক মুড বা নাইট মুড ব্যবহার করা হয় চোখে যেন কোনো সমস্যা না হয়। রাতের বেলা মোবাইল চালানোর সময় দেখা যায় চোখে অনেক আলো পড়ে সেজন্য ডার্ক মোড অথবা নাইট মোড ইউজ করা হয়ে থাকে। এটি ব্যবহার করলে মোবাইলের অতি বেগুনি রশ্মি চোখে লাগে কম। তাছাড়া ডার্ক মুডের আরেকটি সুবিধা হলো এর ফলে আপনার মোবাইলে চার্জ ব্যয় হবে কম।