সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত প্রাচীনতম চিনিকল প্রতিষ্ঠান “সেতাবগঞ্জ চিনিকল লিমিটেড”। এটি বাংলাদেশের দিনাজপুর জেলার বোচাগঞ্জ এলাকায় অবস্থিত। আজ থেকে ৯০ বছর আগে অর্থাৎ ১৯৩৩ সালে “সেতাবগঞ্জ চিনিকল লিমিটেড” প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশের অন্যতম প্রাচীন চিনিকল প্রতিষ্ঠান “নর্থ বেঙ্গল চিনিকল লিমিটেড”। সরকারি এই চিনিকল নাটোর জেলার লালপুর উপজেলার অবস্থিত। এটি ১৯৩৩ সালে প্রতিষ্ঠা করা হয়।
বেসরকারি ব্যবস্থাপনা পরিচালিত প্রাচীনতম চিনিকল প্রতিষ্ঠান “দেশবন্ধু চিনিকল লিমিটেড”। এটি ১৯৩২ সালে নরসিংদী জেলার পলাশ উপজেলায় প্রতিষ্ঠিত হয়। “দেশবন্ধু চিনিকল লিমিটেড” বাংলাদেশের সর্বপ্রথম চিনিকল প্রতিষ্ঠান।