পৃথিবীর সবচেয়ে ছোট মাছ হচ্ছে বামন মিনো (Dwarf Minnow)। বিশ্বের সবচেয়ে ছোট এই মাছটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঘোলাটে জলে বাস করে। এটি পেডোসাইপ্রিস প্রজাতির। একটি প্রাপ্তবয়স্ক মিনো মাছের দৈর্ঘ্য মাত্র ৮ থেকে ১২ মিলিমিটার।
প্রোজেনিটা মাছ (Progenita fish) বিশ্বের অন্যতম একটি ছোট মাছ। এরা কার্প জাতীয় মাছ। এরা প্রাপ্তবয়স্ক প্রোজেনিটা মাছ ৮ মিলিমিটার লম্বা হয়। ইন্দোনেশিয়ার ছোট ছোট খাল ও ঝর্নায় এই মাছ দেখা যায়।