পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরী বা গ্রন্থাগার হলো “ইউনাইটেড লাইব্রেরী অফ কংগ্রেস” (Library of Congress)। এই লাইব্রেরীটি আমেরিকার ওয়াশিংটন ডিসি’তে অবস্থিত। লাইব্রেরী অফ কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ১৮০০ সালে। সাত হাজার বই নিয়ে লাইব্রেরীটি তাদের যাত্রা শুরু করে। ১৯৯০ সাল থেকে লাইব্রেরীকে ডিজিটাইজেশন করার কাজ শুরু হয়।
লাইব্রেরী অফ কংগ্রেসে তিনটি ভবন রয়েছে। বর্তমানে লাইব্রেরীতে ১৭৩ মিলিয়ন আইটেম (বই, রেকর্ডিং, ছবি, মানচিত্র, পান্ডুলিপি ইত্যাদি) রয়েছে। লাইব্রেরীতে ৩ হাজার ১০৫ জন স্টাফ কাজ করে।