বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর হচ্ছে সৌদি আরবের “কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর” যা দাম্মাম আন্তর্জাতিক বিমান নামেও পরিচিত। এই বিমান বন্দরটি আয়তন ৭৭৬ বর্গকিলোমিটার। বিমানবন্দরটি ১৯৯৯ সালে চালু করা হয়। সৌদি আরবের রাজা ফাহাদের শাসন আমলে এটি নির্মিত এবং উদ্বোধন করা হয়েছে তাই তার নাম অনুসারে বিমানবন্দরটির নামকরণ করা হয়।
তবে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর হচ্ছে “ইস্তাম্বুল বিমানবন্দর”। এটি তুরস্কের ইস্তম্বুলে অবস্থিত। ২০১৮ সালে বিমানবন্দরটি চালু করা হয়। ইস্তাম্বুল বিমানবন্দরের আয়তন ৮১৮ মিলিয়ন স্কোয়ার ফুট বা ৭৬ হাজার বর্গ কিলোমিটার। বিমানবন্দরটিতে ছয়টি রানওয়ে রয়েছে। প্রতিবছর ইস্তাম্বুল বিমানবন্দর ৯ কোটি যাত্রী পরিচালনা করতে সক্ষম। ভবিষ্যতের ধারণা করা হচ্ছে এই বিমানবন্দরটি ২০ কোটি যাত্রী ব্যবহার করতে পারবে।