আমাদের দেখানো ধাপগুলো সঠিকভাবে ফলো করবেন তাহলে খুব সহজেই আপনি mlwbd থেকে যেকোনো নতুন ও পুরাতন মুভি ডাউনলোড করতে পারবেন।
ধাপঃ ১
আপনার ডিভাইসের যেকোনো একটি ব্রাউজার সার্চ বারে গিয়ে mlwb.love লিখে সার্চ করবেন।
তারপর স্ক্রিনে দেখানো স্থানে ক্লিক করবেন।
ধাপঃ ২
এরপর আপনার সামনে এমএলডব্লিউবিডি (mlwbd) এর পেজটি চলে আসবে। তারপর সার্চ বারে কে আপনার পছন্দের মুভির নাম লিখে সার্চ করবেন।
আমি এখানে john wick chapter-3 মুভির নাম লিখে সার্চ করে ডাউনলোড করে আপনাদের দেখাবো। মনে রাখবেন মুভির নাম ভুল হলে তা আসবে না। তাই অবশ্যই আপনাকে মুভির সঠিক নাম কি লিখতে হবে।
ধাপঃ ৩
সার্চ অপশনটিতে ক্লিক করার পর আপনার পছন্দের মুভিটি চলে আসবে। এরপর মুভির মধ্যে ক্লিক করবেন।
এরকম পেজ আসার পর নিচের দিকে স্ক্রল করবেন। তারপরই স্ক্রিনে দেখানো এরকম একটা ইন্টারফেস পাবেন।
ধাপঃ ৪
এরপর আপনার মুভিটি কোন ভাষায় দেখবেন, কোন কোয়ালিটিতে দেখবেনম সেই অনুযায়ী ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি অ্যাড আসে তাহলে ব্যাক গিয়ে আবার ডাউনলোড অপশনে ক্লিক করবেন।
আমি john wick মুভিটি হিন্দি ডাবিং এবং ৭২০ কোয়ালিটিতে দেখব তাই স্ক্রিনে দেখানো জায়গায় ক্লিক করেছি।
ধাপঃ ৫
যতক্ষণ না পর্যন্ত এরকম আপনার স্ক্রিনে আসবে ততক্ষন পর্যন্ত ব্যাকে গিয়ে বারবার ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আর এরকম ডাউনলোড অপশন আসার পর সেখানে ক্লিক করুন।
ধাপঃ ৬
ক্লিক করার পর যদি অ্যাড আসে তাহলে আবার পিছনে গিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপর জেনারেট ডাউনলোড লিংক এরকম একটি অপশন আসবে। সেটিতে ক্লিক করবেন।
ধাপঃ ৭
তারপর ক্লিক হেয়ার অপশনটিতে ক্লিক করবেন। মনে রাখবেন এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার সময় অ্যাড আসতে পারে তখন পিছনে গিয়ে আবার ক্লিক করবেন কাজ হয়ে যাবে।
ধাপঃ ৮
এরপর আবার ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপর পুনরায় জেনারেট ডাউনলোড লিংক অপশনটিতে ক্লিক করুন। তারপর আবার ডাউনলোড অপশনে ক্লিক করুন।
ধাপঃ ৯
তারপর ডাউনলোড লিংক অপশনটিতে ক্লিক করুন।
ধাপঃ ১০
স্ক্রিনে দেখানো এরকম ইন্টারফেস আসার পর নিচের দিকে স্ক্রল করবেন।
ধাপঃ ১১
ক্লিক করার পর আবার ডাউনলোড অপশনে ক্লিক করুন।
ধাপঃ ১২
এরপর সর্বশেষ ধাপ ডাউনলোড লিংক অপশনটিতে ক্লিক করুন।
তারপর সেইভ অপশনটিতে ক্লিক করবেন। বাছ তারপর আপনার মুভিটি ডাউনলোড শুরু হয়ে যাবে।
একটি গুরুত্বপূর্ণ টিপস এই সাইডটিতে ওয়াইফাই থেকে সিমের ডাটা দিয়ে কয়েকগুন দ্রুত ডাউনলোড হয়। সর্বোপরি আপনার ডিভাইসের ইন্টারনেট স্পিডের উপর ডাউনলোডের গতি নির্ভর করবে।