যেকোনো স্বর্ণ বা গোল্ড কি শতভাগ খাঁটি! এর উত্তর হচ্ছে না। ১০০% খাঁটি স্বর্ণ বলতে কিছু নেই। কারণ স্বর্ণ থেকে সম্পূর্ণ খাদ দূর করা সম্ভব নয়। আমরা অনেকেই জানি যে ২৪ ক্যারেটের স্বর্ণ শতভাগ খাঁটি। কিন্তু প্রকৃতপক্ষে ২৪ ক্যারেটের সোনা ৯৯.৯৯৯% খাঁটি সোনা। তাহলে চলুন জেনে নিই কোন স্বর্ণ কত পারসেন্ট খাঁটি। কাঁচা স্বর্ণ ১৮ ক্যারেট ৭৫% স্বর্ণ। স্বর্ণের বার ২৪ ক্যারেট ৯৯.৯৭% স্বর্ণ। স্বর্ণের অলংকার ২২ ক্যারেট ৯১% স্বর্ণ।