Yamaha কোম্পানির Yamaha XTZ 150 মডেলের বাইকটি আমাদের দেশে একমাত্র Dirt bike। বাইকটি দেখতে খুবই সুন্দর যা আপনার নজর কাড়বে। বাইকটিতে অসাধারণ ডিজাইন করে তৈরি করা হয়েছে।
Yamaha XTZ 150 বাইকের ইঞ্জিনঃ ১৪৯.৩ সিসি।
Yamaha XTZ 150 বাইকের সর্বোচ্চ গতিঃ প্রতি ঘন্টায় প্রায় ১৩৫ কিলৌমিটার।
Yamaha XTZ 150 বাইকের মাইলেজঃ প্রায় ৩৮ কিলোমিটার।
Yamaha XTZ 150 বাইকের দাম
বর্তমান বাজারে Yamaha XTZ 150 বাইকের দাম ৩ লাখ ৮০ হাজার টাকা।
Yamaha XTZ 150 বাইকটিতে ডিজিটাল এবং এনালগ তথ্য প্রদর্শনের জন্য চমৎকার ডিজাইনের একটি ইন্সট্রুমেন্ট কনসোল। বাইকটির ফুয়েল ট্যাংকে ১২ লিটার পর্যন্ত জ্বালানি ধরবে।