Yamaha কোম্পানির Yamaha Vixion 150 মডেলের বাইকটি আমাদের দেশে খুবই জনপ্রিয়। বাইকটি পুরনো ধাচের স্পোর্টস বাইকের নতুন ভার্সন। বাইকটির ডিজাইন অসাধারণ করা হয়েছে। আর Yamaha তো সব সময় তাদের ইউনিক ডিজাইনের জন্য সেরা।
Yamaha Vixion 150 বাইকের ইঞ্জিনঃ ১৪৯.৮ সিসি।
Yamaha Vixion 150 বাইকের সর্বোচ্চ গতিঃ প্রতি ঘন্টায় প্রায় ১৩৫ কিলৌমিটার।
Yamaha Vixion 150 মাইলেজঃ প্রায় ৪০ কিলোমিটার।
বর্তমান বাজারে Yamaha Vixion 150 বাইকের দাম ৩ লাখ ৬০ হাজার টাকা।
Yamaha Vixion 150 এর উল্লেখযোগ্য ফিচারসমূহ হচ্ছে ডিজিটাল স্পিডোমিটার, হ্যাজার্ড ল্যাম্প, এলইডি হেডলাইট, এলইডি টেইল লাইট। সারা বিশ্ব জুড়ে Yamaha তাদের মোটরসাইকেলের জন্য বিখ্যাত।