Yamaha কোম্পানির FZS সিরিজের বাইক আমাদের দেশে বাইকারদের কাছে ব্যাপক জনপ্রিয়। Yamaha FZS Fi v3 বাইকটির চমৎকার কালার কম্বিনেশন এবং সিম্পলের মধ্যে সুন্দর ডিজাইন করে তৈরি করা হয়েছে।
Yamaha FZS Fi v3 বাইকের ইঞ্জিনঃ ১৪৯ সিসি।
Yamaha FZS Fi v3 বাইকের সর্বোচ্চ গতিঃ প্রতি ঘন্টায় প্রায় ১১০ কিলৌমিটার।
Yamaha FZS Fi v3 বাইকের মাইলেজঃ প্রায় ৪৫ কিলোমিটার।
Yamaha FZS Fi v3 বাইকের দাম
বর্তমান বাজারে Yamaha FZS Fi v3 বাইকের দাম ২ লাখ ৫৮ হাজার টাকা।
Yamaha FZS Fi v3 বাইকটি সব বয়সের মানুষের কাছে পছন্দের একটি বাইক। কারণ বাইকটির লুক অনেক সুন্দর এবং পারফরমেন্সও খুব ভালো। এসব কারণে তরুণ বাইকারদের কাছে বাইকটি অনেক পছন্দের।