Yamaha FZS FI v2 বাইকটি চমৎকার একটি বাইক। বাইকটি বাইকারদের কাছে যথেষ্ট সারা ফেলেছে। বাইকটি পূর্বের সংস্করণের তুলনায় হালকা এবং জ্বালানি সাশ্রয়ীতা বেড়েছে।
Yamaha FZS FI v2 বাইকের ইঞ্জিনঃ ১৪৯ সিসি।
Yamaha FZS FI v2 বাইকের সর্বোচ্চ গতিঃ প্রতি ঘন্টায় প্রায় ১১০ কিলৌমিটার।
Yamaha FZS FI v2 বাইকের মাইলেজঃ প্রতি ঘন্টায় প্রায় ৪৭ কিলোমিটার।
Yamaha FZS FI v2 বাইকের দাম
বর্তমান বাজারে Yamaha FZS FI v2 বাইকের দাম ২ লাখ ২৯ হাজার টাকা।
Yamaha FZS FI v2 বাইকটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য- টায়ার গুলো বেশ চওড়া, সিট কিছুটা নিচু, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। বাইকটির সিট নিচু এবং বাইকটি পাতলা হওয়ার কারণে খুব সহজে বাইকটি নিয়ন্ত্রণ করা যায়।