বাইকাদের কাছে Yamaha কোম্পানির বাইক খুবই জনপ্রিয়। সারা বিশ্ব জুড়ে Yamaha তাদের মোটরসাইকেলের জন্য বিখ্যাত। Yamaha FZ-X বাইকটি রাইড করার সময় আপনি কমফোর্ট ফিল করবেন। বাইকটির ডিজাইন অসম্ভব রকমের সুন্দর করা হয়েছে। আর Yamaha তো সব সময় তাদের ইউনিক ডিজাইনের জন্য সেরা। Yamaha FZ-X বাইকটিতে রয়েছে Y Connect প্রযুক্তি। এই প্রযুক্তির ব্যবহার করে আপনারা বাইকের সামনে যে ড্যাশবোর্ড মিটার রয়েছে সেখানে আপনার মোবাইলের এসএমএস, ইমেইল ইত্যাদি নোটিফিকেশন দেখতে পারবেন।
Yamaha FZ-X বাইকের ইঞ্জিনঃ ১৫৫ সিসি।
Yamaha FZ-X বাইকের সর্বোচ্চ গতিঃ প্রতি ঘন্টায় প্রায় ১২০ কিলৌমিটার।
মাইলেজঃ প্রায় ৩৮ কিলোমিটার।
Yamaha FZ-X বাইকের দাম
বর্তমান বাজারে Yamaha FZ-X বাইকের দাম ৩ লাখ ৫৭ হাজার টাকা।