বাংলাদেশের এমন কোন এলাকা নেই যেখানে Yamaha Fazer বাইক চোকে পরবে না। বাইকটি অনেক বছর ধরে বাইকারদের কাছে একটি পছন্দের একটি বাইক ছিল। আর Yamaha Fazer FI v2 বাইকটি Yamaha Fazer এরই নতুন ভার্সন। পূর্বের Fazer বাইকটি আপডেট করা হয়েছে আরকি।
Yamaha Fazer FI v2 বাইকের ইঞ্জিনঃ ১৪৯ সিসি।
Yamaha Fazer FI v2 বাইকের সর্বোচ্চ গতিঃ প্রতি ঘন্টায় প্রায় ১০৯ কিলৌমিটার।
Yamaha Fazer FI v2 বাইকের মাইলেজঃ প্রায় ৪৫ কিলোমিটার।
Yamaha Fazer FI v2 বাইকের দাম
বর্তমান বাজারে Yamaha Fazer FI v2 বাইকের বাইকের দাম ২ লাখ ৮৯ হাজার টাকা।