মার্কিন যুক্তরাষ্ট্রের লিংকন সিটিতে “ডি নদী” নামের নদীটি একসময় বিশ্বের সবচেয়ে ছোট নদী ছিল। যার দৈর্ঘ্য ছিল ৪৪০ ফুট বা ১৩০ মিটার।
১৯৮৯ সালে বিশ্বের সবচেয়ে ছোট নদী হিসেবে গিনিস মনটানোর রো নদীকে স্বীকৃতি দেওয়া হয়। আর এই নদীটির দৈর্ঘ্য ২০১ ফুট বা ৬১ মিটার।
ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওসিতে তাম্বোরাসি নামের একটি ছোট নদী রয়েছে। আর এই নদীটির দৈর্ঘ্য মাত্র ৬৬ ফুট বা ২০ মিটার। সুতরাং বলা যায় বর্তমানে বিশ্বের সবচেয়ে ছোট নদী হচ্ছে তাম্বোরাসি।