পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি (Vatican City)। বিশ্বের ক্ষুদ্রতম এই রাষ্ট্রের আয়তন ১২১ একর (০.৪৪ বর্গ কিলোমিটার)। ইউরোপের দেশ ইতালির মধ্যে অবস্থিত এই ভ্যাটিকান সিটি। ইতালির ভিতরে এর অবস্থান হলেও এটি ১৯২৯ সালে ইতালি থেকে স্বাধীনতা লাভ করে। ভ্যাটিকান সিটির জনসংখ্যা মাত্র ১০০০ জনের মত। ভ্যাটিকান সিটির ভাষা লাতিন এবং ইতালীয়। ইউরো হচ্ছে ভ্যাটিকান সিটির মুদ্রা।