এপাচি বাইক টিভিএস কোম্পানির দ্বারা তৈরি। এটি বাইক প্রেমীদের কাছে টিভিএস কোম্পানির এপাচি মডেলটি খুবই জনপ্রিয়। কারণ এর অসাধারণ লুক রয়েছে এবং এটি দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে থাকে। এপাচি আরটিআর ২০০ 4V বাইকটির দাম ২ লাখ ৪০ হাজার টাকা। এর ইঞ্জিন ১৯৮ সিসির। Apache RTR 200 4V বাইকটি প্রতি ঘন্টায় ১২৮ কিলোমিটার বেগে চলতে সক্ষম। এই বাইকটি প্রতি লিটার তেলে প্রায় ৪০ কিলো মিটার যেতে পারে।