এপাচি বাইক টিভিএস কোম্পানির দ্বারা তৈরি। এটি বাইক প্রেমীদের কাছে টিভিএস কোম্পানির এপাচি মডেলটি খুবই জনপ্রিয়। কারণ এটি দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে থাকে এবং অসাধারণ লুক রয়েছে। এপাচি আরটিআর ১৬০ 2V SD বাইকটির দাম ১ লক্ষ ৭৬ হাজার ৯০০ টাকা। এর ইঞ্জিন ১৫৯.৭ সিসির।
Apache RTR 160 2V DD বাইকটি প্রতি ঘন্টায় ১১৮ কিলো মিটার বেগে চলতে সক্ষম। এই বাইকটি প্রতি লিটার তেলে প্রায় ৪৫ কিলো মিটার যেতে পারে।