বছরের ৩৬৫ দিনের রাত এবং দিনের সময়কাল সবসময় এক হয় না। কোনো সময় রাত বড়, দিন ছোট আবার দিন বড়, রাত ছোট হয়ে থাকে। তাহলে চলুন জেনে নিই বছরের সবচেয়ে বড় দিন কোনটি এবং বছরের সবচেয়ে বড় রাত কোনটি।
বছরের সবচেয়ে ছোট দিন এবং বড় রাত কবে?
ডিসেম্বর মাসের ২২ তারিখ বছরে সবচেয়ে ছোট দিন এবং সবচেয়ে বড় রাত। আর ২২ ডিসেম্বর দিন থাকে মাত্র ১০ ঘন্টা ৪১ মিনিট অন্যদিকে রাত থাকে ১৩ ঘন্টা ১৯ মিনিট।
বছরের সবচেয়ে বড় দিন এবং ছোট রাত কবে?
২১ জুন বছরের সবচেয়ে বড় বা দীর্ঘতম দিন। এবং ২১ জুন বছরের সবচেয়ে ছোট বা হৃস্বতম দিন।