জন্ম সনদ হচ্ছে প্রতিটি সন্তান জন্মের পর তার রাষ্ট্রীয় স্বীকৃতি। বাংলাদেশ সরকারের ২০০৪ সালে জন্ম নিবন্ধন আইন অনুযায়ী কোন শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্ম নিবন্ধন ও কেউ মারা গেলে তার মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক।
জাতীয় পরিচয় পত্র পাওয়ার পূর্ব সময় পর্যন্ত জন্ম নিবন্ধন সনদ হচ্ছে একজন শিশু, কিশোর বা ব্যক্তির পরিচয়পত্র। বিভিন্ন প্রয়োজনে ও বিভিন্ন ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ এর প্রয়োজনীয়তা ব্যাপক। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন, পাসপোর্ট করার জন্য জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হয়।
অনেক মানুষ রয়েছেন যারা প্রচন্ড কাজের চাপে নিকটস্থ সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন না। তবে তারা চাইলে বর্তমানে ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। বাচ্চার বয়স ৪৫ দিনের বেশি হলে জন্ম নিবন্ধন সনদ করতে হবে অর্থের বিনিময় (জরিমানা বলা যায় যাকে)।
অনলাইনে জন্ম নিবন্ধন করার নিয়ম
অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করার জন্য প্রথমেই https://bdris.gov.bd/br/application এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
জন্ম নিবন্ধনের আবেদন করার পূর্বেই কোন ঠিকানায় আবেদন করতে চান তা সিলেক্ট করে পরবর্তী পেজে যেতে হবে।
সেখানে প্রবেশ করার পর উপরের মত আপনার সামনে একটি পেজ ওপেন হবে যেখানে আপনাকে চাওয়া সকল তথ্য পূরন করতে হবে। এরপর পরবর্তী পেজে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করে Submit বাটনে ক্লিক করে জন্ম নিবন্ধনের কার্ডটি সংগ্রহ করার তারিখ জানা যাবে। এভাবেই ঘরে বসে কিছুসময়ের মধ্যেই জন্ম নিবন্ধনের আবেদন করা যাবে।
প্রয়োজনীয় কাগজপত্র
শিশুর জন্মের পর সেই চিকিৎসা প্রতিষ্ঠান ছাড়পত্র বা জন্মসনদ। মা-বাবা, দাদা-দাদির কর পরিশোধের রশিদ বা জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট, দলিল বা খাজনার কাগজে যেকোনো একটি।
মৃত্যু নিবন্ধন করার নিয়ম
অনলাইনে মৃত্যু নিবন্ধন করার জন্যও আপনাকে প্রথমে https://bdris.gov.bd/br/application এই সাইটে প্রবেশ করতে হবে।
তারপর যার মৃত্যুনিবন্ধন করবেন তার জন্ম সনদের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। এবং সেগুলো উপরের ছবির মত খালিঘর পূরণ করুন। পূরণ করে অনুসন্ধান বাটনে ক্লিক করলে সেই ব্যক্তির নাম নিচে দেখতে পারবেন। এবার নামের পাশে থাকা নির্বাচন করুন বাটনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে।
সেই পেজে থাকা প্রত্যেকটি খালিঘর আপনাকে তথ্য দিয়ে পূরণ করতে হয়। পূরণ করার পর পরবর্তী বাটনে ক্লিক করুন।
পরবর্তী পেজে থাকা সেখানের খালি ঘরগুলো আপনাকে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। ব্যাস এভাবে প্রত্যেকটি ঘর সঠিক তথ্য দিয়ে পূরণ করলে আপনার মৃত্যু নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন হয়ে যাবে।