জেনে খুশি হচ্ছে যে, আপনি ইসলামিক বইগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছেন। ইসলামিক জ্ঞানের তথ্য সম্ভার সম্বলিত আলোকিত জ্ঞানী বই pdf রাহাবার পাবলিকেশন্স এর শাহাদাৎ হুসাইন খান ফয়সাল এবং হাফেজ মুফতি সাইফুল ইসলাম এর সম্পাদনায় মূল বইটি হলো “হতে চাই আলোকিত জ্ঞানী”। বইটি ২০১৫ সালের আসরের চ্যাম্পিয়ন একটি বই।
আলোকিত জ্ঞানী বইটিতে ইতিপূর্বে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার হরেক রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে। ইসলাম হলো একটি জ্ঞানভিত্তিক জীবন ব্যবস্থা। এ জ্ঞানভিত্তিক ব্যবস্থাপনায় জ্ঞান অর্জনের গুরুত্ব মাহাত্ম্য প্রয়োজনীয়তা ও বিভিন্ন পদ্ধতির কথা বিবৃত করা হয়েছে। ইসলামিক জ্ঞানের প্রধান ও মূল উৎস পবিত্র আল কুরআনের সর্বপ্রথম আয়াতে জ্ঞান অর্জন করার জন্য পড়ার আদেশ দেয়া হয়েছে। আপনি একটি কথা ভাবুন যে একজন জ্ঞানী মানুষ আর একজন মূর্খ মানুষ কি কখনো সমান হতে পারে। অবশ্যই না তারা কখনো সমান হতে পারে না।
আলোকিত জ্ঞানী বইটি কেন পড়বেন
এ বইটির মূল উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন করা। কারণ বর্তমান বিশ্ব জ্ঞান দিয়ে ভরপুর। এই তথ্য প্রযুক্তির যুগে কোনটি সঠিক এবং কোনটি সঠিক নয় তা সকলেই বুঝতে পারে। মানুষ এখন জ্ঞানের সাধারণ স্তর পেরিয়ে বিজ্ঞানের জগতে বসবাস করতেছেন। বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়ন দ্বারা মানুষ উপর থেকে নিচে অর্থাৎ আটলান্টিকের তলে কি আছে ঠিক তেমনি মহাকাশে কি আছে তাও জানাচ্ছে। কিন্তু একটি ব্যাপার খুবই লক্ষনীয় যে জ্ঞানের চরম উন্নতি হওয়া সত্ত্বেও মানুষের নৈতিক ও চারিত্রিক দিক থেকে এখনো উন্নত হতে পারেনি।
নিজে জ্ঞান অর্জন করা এবং অন্যকে জ্ঞান অর্জনে উৎসাহিত করা, নিজের সৎ পথে থাকা এবং অন্যকে সৎপথে থাকার জন্য উৎসাহ দেয়া, নিজে খারাপ পথ থেকে দূরে থাকা এবং অপরকে খারাপ কাজ থেকে বিরত রাখা রাখা ইত্যাদি একজন মানুষ হিসাবে, একজন মুসলিম হিসাবে দায়িত্ব এবং কর্তব্য। আমাদের মধ্যে যারা জ্ঞান অর্জন, বিতরন, প্রচার এবং প্রদর্শন করা ছেড়ে দিলে তারা নিজেরাও অশিক্ষিত, জ্ঞানহীন, পথভ্রষ্ট এবং ক্ষতির সম্মুখীন হয়ে পড়লো। যার ফলে তারা নেতৃত্বের যোগ্যতা হারিয়ে ফেলছে এবং বিশ্ব নেতৃত্বের আসন থেকে যাচ্ছে। এবং ধীরে ধীরে তাদের পতন ঘটছে। ইসলামিক জ্ঞান অর্জন এবং প্রজ্ঞার সংস্পর্শ ছাড়া সকল ক্ষতিপূরণের আর কোন উপায় বা রাস্তা নেই।
মহান আল্লাহ তাআলার বিধি-বিধান, আদেশ-উপদেশ আমরা যেন সহজে এবং পরিষ্কারভাবে জানতে ও বুঝতে পারি তার জন্য “হতে চাই আলোকিত জ্ঞানী” বইটি ক্ষুদ্র প্রচেষ্টা।
আলোকিত জ্ঞানী বই সম্পর্কে
কি নেই আলোকিত জ্ঞানী বইটিতে? কোরআন, হাদিস, আকিদা, রাসূল (সাঃ) এর জীবনী, নবী-রাসুলগণ, সাহাবী, খোলাফায়ে রাশেদিন, সারা বিশ্ব এবং বাংলাদেশের ইসলাম, মুসলিম মানসী এবং মতবাদ, ইসলামী সংস্থা, ইসলামের সর্বপ্রথম এবং সর্বশেষ, সাড়া জাগানো ইসলামিক বইয়ের তালিকা ইত্যাদি বিভিন্ন বিষয় এই বইটিতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন এই বইটি পড়ার মাধ্যমে ইসলাম সম্পর্কে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে।
২০১৫ সালে দেশের সর্বপ্রথম ইসলামিক মেগা রিয়ালিটি শো আলোকিত জ্ঞানী প্রতিযোগীতার আয়োজন করা হয়। চ্যানেল নাইনে এই অনুষ্ঠানটি রমজান মাসে সম্প্রচারিত হয়ে আসছে। এই প্রতিযোগিতায় ভালো করতে আলোকিত জ্ঞানী বইটি ভালোমতো পড়তে হবে।
আলোকিত জ্ঞানী বই কোথায় পাওয়া যায়
এই যুগে আপনাকে প্রায় সকল রকমের প্রশ্ন এবং প্রশ্নের সঠিক উত্তর নিজের আয়ত্তে রাখতে হবে। আপনি যদি কোন একটি বিষয় সম্পর্কে জানেন তাহলে অন্য কেউ বিষয়টি সম্পর্কে জানাতে পারবেন এবং সচেতন করতে পারবেন।
ইসলামিক বইঘর (islamicboighor.com)
রকমারি (rokomari.com)
ওয়াফি লাইফ (Wafilife.com)
এই ওয়েবসাইটগুলো থেকে “হতে চাই আলোকিত জ্ঞানী” বইটির হার্ড কপি কিনতে পারবেন। রকমারি থেকে “হতে চাই আলোকিত জ্ঞানী” বইয়ের প্রথম, দ্বিতীয় এবং দ্বিতীয় খন্ড পাওয়া যাচ্ছে ২১৫০ টাকায়।
আলোকিত জ্ঞানী বই pdf ডাউনলোড
এ সংক্রান্ত আপনি যতগুলো ওয়েবসাইট ব্রাউজ করের না কেন তারা আপনাকে ডাউনলোড করার সঠিক লিঙ্ক দিতে পারবে না। আপনি শুধু শুধু হয়রানির শিকার হবেন। এ বইটির পিডিএফ লিংক আপাতত নাই। যদি কখনো সংগ্রহ করা সম্ভব হয় তাহলে অবশ্যই এখানে লিংকটি সংযুক্ত করে দেয়া হবে।
যদি আপনাদের কাছে এ বইটির কোন ডাউনলোড লিঙ্ক থেকে থাকে তাহলে কমেন্ট এর মাধ্যমে দিয়ে সবাইকে জ্ঞান অর্জন করার সুযোগ করে দিন।
আলোকিত জ্ঞানী বই pdf ডাউনলোড