এখন পর্যন্ত শীতকালীন অলিম্পিকের ২৩ টি আসার অনুষ্ঠিত হয়েছে। ২০২২ ও ২০২৬ সালে যথাক্রমে চিন ও ইতালিতে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দুটি আসর বাদ হয়েছে এগুলোকে ধরা হয়নি।
১৯২৪-চেমনিক্স, ফ্রান্স
১৯২৮-সেন্ট মরিটজ, সুইজারল্যান্ড
১৯৩২-লেক প্লাসিড, যুক্তরাষ্ট
১৯৩৬-নাৎসি জার্মানি
১৯৪০- (২য় বিশ্বযুদ্ধের কারণে স্থগিত)
১৯৪৪- (২য় বিশ্বযুদ্ধের কারণে স্থগিত)
১৯৪৮-সেন্ট মরিটজ, সুইজারল্যান্ড
১৯৫২-অসলো, নরওয়ে
১৯৫৬-কোর্তেনিয়া দি আমপেজ্জো, ইতালি ইতালি
১৯৬০-সেক্যুয় উপত্যকা, যুক্তরাষ্ট্র
১৯৬৪-ইন্সব্রুক, অস্ট্রিয়া
১৯৬৮-গ্রেনোবল ফ্রান্স
১৯৭২-সাপ্পোরো, জাপান
১৯৭৬-ডেনভার যুক্তরাষ্ট / ইন্সব্রুক, অস্ট্রিয়া
১৯৮০-লেক প্লাসিড, যুক্তরাষ্ট্র
১৯৮৪-সারায়েভো, যুগোস্লোভিয়া
১৯৮৮-ক্যালগেরি, কানাডা
১৯৯২-অ্যালবার্টভিল, ফ্রান্স
১৯৯৪-লিলহ্যামার, নরওয়ে
১৯৯৮-নাগানো, জাপান
২০০২-সল্ট লেক সিটি, যুক্তরাষ্ট্র২
২০০৬-তুরিন, ইতালি
২০১০-ভ্যাঙ্কুবার, কানাডা
২০১৪-সোচি, রাশিয়া
২০১৮-পিয়ংচ্যাং, দক্ষিণ কোরিয়া