৩০ সেপ্টেম্বর, ২০২২ বিক্রম ভেধা মুভিটি মুক্তি পাবে। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন হৃত্বিক রোশন ও সাইফ আলি খান।
বিক্রম চরিত্রে থাকবেন সাইফ আলি এবং ভেধা চরিত্রে থাকবেন হৃত্বিক। নায়িকা হিসেবে আছেন যোগিতা বিহানি ও রাধিকা আপ্তে।
এটি ২০১৭ সালে মুক্তি পাওয়া তামিল মুভি বিক্রম ভেধা এর অফিসিয়াল রিমেক। এই মুভিতে পুলিশ চরিত্রে ছিলেন মাধবন (বিক্রম) এবং সন্ত্রাসী চরিত্রে ছিলেন বিজয় সেতুপতি (ভেধা)।