প্রযুক্তি দিন দিন উন্নত থেকে আরো উন্নত হচ্ছে। আমাদের দৈনন্দিন কাজের লোকের খুব সহজে আসার জন্য প্রযুক্তির ভূমিকা অত্যন্ত অপরিসীম। ঠিক তেমনি ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আমরা বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনে দেখতে পাই ইউএসবি সি টাইপ ক্যাবল।
স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপে অবর্তমানে usb-c টাইপ ক্যাবল ব্যবহার করা হচ্ছে। কারণ এই টাইপের কেবল দিয়ে খুব দ্রুত চার্জ করা যায়। কিন্তু মজার ব্যাপার হলো আপনি যখন আপনার স্মার্টফোন অথবা ল্যাপটপ এ ধরনের ক্যাবল দিয়ে চার্জ করেন তখন কি আপনি বুঝতে পারেন যে কতটুকু পরিমান বিদ্যুৎ খরচ হচ্ছে?
যদিও আপনার চার্জারের গায়ে লেখা থাকে তার পরেও আপনি যদি সরাসরি দেখতে চান তাহলে এমন একটি ইউএসবি সি কেবল রয়েছে যেখানে এলইডি ডিসপ্লে যুক্ত করা হয়েছে।
Chipofy USB C Cable নামের এই ক্যাবলটিতে একেবারে সামনের অংশ একটি ডিসপ্লেযুক্ত করা আছে। যেখানে আপনি দেখতে পাবেন কতটুকু পরিমান ওয়াট চার্জ খরচ হচ্ছে আপনার মোবাইল অথবা ল্যাপটপের চার্জ হতে।
এই ইউএসবি ক্যাবলটির সবচেয়ে বড় সুবিধা হল এটি ১০০ ওয়াট পর্যন্ত চার্জ করতে সক্ষম। চার্জ দেওয়ার পাশাপাশি আপনি ডাটা কেবল হিসেবেও ব্যবহার করতে পারবেন Chipofy USB C Cable.
Chipofy USB C ক্যাবলটি কোথায় পাবেন
বাংলাদেশের মার্কেটে ক্যাবলটি আছে কিনা তা এখনও পর্যন্ত নিশ্চিত না তবে অ্যামাজন থেকে আপনি দেখে নিতে পারেন ক্যাবল সম্পর্কে খুঁটিনাটি।
