মুভি কিংবা ফিকশন, নাটক কিংবা সিরিয়াল দেখতে এখন আর সিনেমা হল কিংবা সিনেপ্লেক্সে দৌড়াতে হয়না। ঘরে বসেই সিনেমা হলের অনুভূতি নেয়া যায়। আর এই মাধ্যমটিই হচ্ছে ওভার-দ্যা-টপ বা ওটিটি প্লাটফর্ম। যেখানে ইন্টার্নেটের মাধ্যমে একটি নির্দিষ্ট ফি দিয়ে দর্শকের আগ্রহ অনুযায়ী সিনেমা, মুভি কিংবা এ জাতীয় থিয়েটার ঘরে বসেই উপভোগ করা যায়।
২০০৮ সালে সর্বপ্রথম Over The Top (OTT) প্লাটফর্মের ধারণা হয়। ভারতীয় কমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার রিলায়েন্স এন্টারটেইনমেন্ট সর্বপ্রথম BigFlix নামে ওটিটি প্লাটফর্ম নিয়ে আসে।
বর্তমানে NetFlix সহ আরো অনেক ওটিটি প্লাটফর্ম বিশ্বজুরে সমাদ্ধৃত। বাংলাদেশ ও এর থেকে পিছিয়ে নেই। বর্তমানে বাংলাদেশেও রয়েছে বেশ কিছু জনপ্রিয় Over The Top (OTT) প্লাটফর্ম।
বাংলাদেশের কিছু ওটিটি প্লাটফর্ম লিষ্ট আকারে দেওয়া হলো
১. চরকি – CHORKI
লিংক: https://www.chorki.com/
২. বায়োস্কোপ
লিংক: http://gp.bioscopelive.com/en/
৩. বঙ্গো – Bongo
লিংক: https://bongobd.com/
৪. বিং – Binge
লিংক: https://binge.buzz/
৫. টফি
লিংক: https://toffeelive.com/
৬. টেলিফ্লিক্স
লিংক: https://teleflix.com.bd/
৭. বাংলাফ্লিক্স
লিংক: https://banglaflix.com.bd/
৮. সিনেস্পট
লিংক: https://cinespot.mobi/