২০১৮ সালে গুগল একটি পরিষেবা চালু করে বাংলাদেশের জন্য। যেখানে নিয়োগকর্তা ও চাকরিপ্রার্থী উভয়ের চাকরির জন্য নিয়োগ সমস্যা সমাধান করার উদ্দেশ্যে গুগল কর্ম জবস (Kormo Jobs) নামক একটি পরিষেবা চালু করে। যেখান বাংলাদেশের বেকার যুবক ও বিভিন্ন মানুষ তাদের জব খুজে পেতো। তাছাড়া অনেক প্রতিষ্ঠান ও কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারতো।
তবে এ বছরের ৩০ জুন থেকে গুগলের এই কর্ম জবস পরিষেবা বন্ধ আছে বলে জানানো হয়েছে কর্ম জবসের ওয়েবসাইটে। গুগলের এই পরিষেবাটি বাংলাদেশে সাফল্য লাভ করে যার ফলে ২০১৯ সালের মার্চ মাসে ইন্দোনেশিয়া ২০২০ সালের আগস্ট মাসে ভারতে চালু করা হয় কর্ম জবস অ্যাপ।
কর্ম জবস অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ, যার ফলে খুব সহজেই কয়েক মিনিটে যেত। তাছাড়া অ্যাপটিতে ছিলো ডিজিটাল সিভি বানানোর অপশন, যার মাধ্যমে সহজে শেয়ার ও প্রিন্ট করা যায়।
কর্ম জবস অ্যাপটিতে চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, স্কিলস ও অন্যান্য তথ্য রেকর্ড থাকতো যার উপর নির্ভর করে নিয়োগপ্রার্থী বাছাই করা হতো।
তবে বর্তমানে গুগলেই গুগলের এই কর্ম জবস পরিষেবাটি বন্ধ রয়েছে। এটি বন্ধের কোন সুনির্দিষ্ট কারন গুগল উল্লেখ না করলেও, কর্ম জবস ও ইয়েবসাইটের নোটিশ দেখে বোঝা যায় সেবাটি স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে বর্তমানে।
