১৯৭১ সালে সর্বপ্রথম হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় স্পেনের বার্সেলোনা শহরে। এখন পর্যন্ত হকি বিশ্বকাপের ১৪ টি আসর অনুষ্ঠিত হয়েছে যার মধ্যে পাকিস্তান সর্বাধিক ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে।
হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের তালিকাঃ
চ্যাম্পিয়ন | রানার্সআপ | সময় |
---|---|---|
পাকিস্তান | স্পেন | ১৯৭১ |
নেদারল্যান্ডস | ভারত | ১৯৭৩ |
ভারত | পাকিস্তান | ১৯৭৫ |
পাকিস্তান | নেদারল্যান্ডস | ১৯৭৮ |
পাকিস্তান | জার্মানি | ১৯৮২ |
অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১৯৮৬ |
নেদারল্যান্ডস | পাকিস্তান | ১৯৯০ |
পাকিস্তান | নেদারল্যান্ডস | ১৯৯৪ |
নেদারল্যান্ডস | স্পেন | ১৯৯৮ |
জার্মানি | অস্ট্রেলিয়া | ২০০২ |
জার্মানি | অস্ট্রেলিয়া | ২০০৬ |
অস্ট্রেলিয়া | জার্মানি | ২০১০ |
অস্ট্রেলিয়া | নেদারল্যান্ডস | ২০১৪ |
বেলজিয়াম | নেদারল্যান্ডস | ২০১৮ |