অলিম্পিকে সারা বিশ্বের প্রায় সকল দেশের ক্রীড়া প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে। এই ক্রিয়া প্রতিযোগিতা শীতকালীন এবং গৃষ্ম কালীন এই দুই সময় দুই ধরনের হয়ে থাকে। প্রতি চার বছর পর পর অলিম্পিক অনুষ্ঠিত হয়।
যেহেতু অলিম্পিক শীতকালীন এবং গৃষ্ম কালীন হয়ে থাকে তাই প্রতি ২ বছর পর পর অলিম্পিক অনুষ্ঠিত হয় বলা যায়। অলিম্পিকের সূচনা হয় প্রাচীন গ্রীস থেকে। এরপর সময়ের সাথে সাথে অলিম্পিক গেমস আধুনিক ও উন্নত হতে শুরু করে।
শুরুর দিকে শুধু অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতো। পরবর্তীতে শীতকালীন অলিম্পিক শুরু হয়। প্রতিবন্ধীদের জন্য প্যারালিম্পিক এবং কিশোর-কিশোরীদের জন্য যুব অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।
গ্রীষ্মকালীন এবং শীতকালীন অলিম্পিকে ৩৫ টি ভিন্ন খেলা ৪০০ ইভেন্টে আয়োজন করা হয়। বিশ্বের সকল দেশের প্রায় ১৩ হাজার ক্রীড়াবিদ অলিম্পিকে অংশগ্রহণ করে থাকে। প্রতি ইভেন্টের খেলায় যিনি প্রথম হন তাকে স্বর্ণপদক, যিনি দ্বিতীয় হন তাকে রৌপ্য পদক এবং যিনি তৃতীয় হন তাকে ব্রোঞ্জ পদক দিয়ে সম্মানিত করা হয়।
সর্বপ্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয় ১৮৯৬ সালে। আর এই অলিম্পিকে ১৪ টি দেশের ২৪১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
গৃষ্মকালীন অলিম্পিক সর্বপ্রথম অনুষ্ঠিত হয় ১৮৯৬ সালে। শীতকালীন অলিম্পিক সর্বপ্রথম অনুষ্ঠিত হয় ফ্রান্সে ১৯২৪ সালে।