ইউরোপ মহাদেশের দেশ স্পেনের শীর্ষ পর্যায়ের ফুটবল পেশাদার লিগের নাম হচ্ছে লা-লিগা। ১৯২৯ সাল থেকে লা-লিগা শুরু হয়। সর্ব প্রথম দশটি ক্লাব নিয়ে এটি শুরু হয়। এরপর আস্তে আস্তে ক্লাব বৃদ্ধি পেয়ে এখন ২০টি ক্লাব নিয়ে লা-লিগা অনুষ্ঠিত হয়। এই লিগের বয়স ৯৩ বছর। ইউরোপের টপ ৫ টি লিগের মধ্যে একটি হচ্ছে লা-লিগা।
লা-লিগা চ্যাম্পিয়ন দলের তালিকা
রিয়াল মাদ্রিদ ৩৫ বার
বার্সেলোনা ২৬ বার
অ্যাটলেটিকো মাদ্রিদ ১১ বার
অ্যাথলেটিকো বিলবাও ৮ বার
ভ্যালেন্সিয়া ৬ বার
রিয়াল সোসিয়েদাদ ২ বার
সেভিয়া ১ বার
রিয়াল বেতিস ১ বার
দেপোর্তিভো লা করুনা ১ বার
সবচেয়ে বেশি লা-লিগা ম্যাচ খেলেছেন কে?
স্পেনের গোলকিপার আন্দোনি জুবিজারেতা ৬২২ টি লা-লিগা ম্যাচ খেলেন।
সবচেয়ে বেশি লা-লিগা ম্যাচে গোল করেছেন কে?
লা-লিগায় সবচেয়ে বেশি (৪৭৪ টি) গোল করেছেন লিওনেল মেসি ।