সব জল্পনা-কল্পনার পর ভারতে লঞ্চ হলো Nothing Phone 1। নাথিং ফোনের প্রতিষ্ঠাতা কাল পেই নিজে উপস্থিত হয়ে গত ১২ জুলাই মঙ্গলবার ভারতে ফোনটি লঞ্চ করেন।
গত কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় বেশ সরগরম ছিলো নান্দনিক ডিজাইনের এই ফোনটি। ইউনিক ডিজাইনের কারণে মুক্তি পাওয়ার আগেই বেশ হাইপ তোলে ফোনটি।
নাথিং ফোন ১ এ যা যা থাকছে
প্লাস্টিকের তৈরি ফোনটির বডি যা রিসাইকেল করে ব্যবহার করা যাবে। ফোনটির সামনে-পিছনে ব্যবহার করা হয়েছে ট্রান্সপারেন্ট গ্লাস যার কারণে ফোনটিকে ইউনিক লোক দিয়েছে। গ্লাস প্রটেকশন হিসেবে গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে এবং বডি অ্যালোমিনিয়ামের তৈরী।
গুগলের অ্যান্ড্রয়েড ছাড়াও নাথিং ফোনের নিজস্ব অপারেটিং সিস্টেম Nothing OS ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। ডিজাইনের পাশাপাশি রয়েছে কিছু আকর্ষণীয় চমক। ফোনটি ব্যবহার করে টেসলার ইলেক্ট্রিক গাড়ি কন্ট্রোল করতে পারবেন ব্যবহারকারীরা।
প্রসেসর হিসেবে থাকছে স্নাপড্রাগণ ৭২০G প্লাস ৬nm প্রসেসর। ৪৫০০ mAh লি-পলি ব্যাটারি যাতে ৩৩W ফাস্ট চার্জিং থাকবে। ফোনটি এক ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে।
ফোনের আরেকটি চমক হচ্ছে এর ক্যামেরা কোয়ালিটি। ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরার এই ফোনটিতে ২ টি ক্যামেরাতেই ব্যবহার করা হয়েছে সনি এর সেন্সর। ১০০ ডিগ্রী পয়েন্ট অফ ভিউ দেয়া হয়েছে ওয়াইড এঙ্গেলে।
Nothing Phone 1 এর দাম
ভারতের বাজারে তিনটি ভেরিয়েন্ট পাওয়া যাবে পাওয়া যাচ্ছে Nothing Phone 1।
৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ ফোনটির দাম রাখা হয়েছে ভারতের বাজারে ৩২,৯৯৯ টাকা।
৮ জিবি রেম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ দাম ৩৫,৯৯৯।
এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ৩৮,৯৯৯ টাকা।
ভারতের বাজারে Flipkart থেকে pre-order এর মাধ্যমে কেনা যাবে ফোনটি। পরবর্তীতে অন্যান্য সবগুলো শপে ফোনটি পাওয়া যাবে।