আমরা অনেক সময় স্মার্টফোন কেনার জন্য অনেক দ্বিধা-দ্বন্ধে পড়ি। কোনটা রেখে কোনটা কিনবো সেই চিন্তায় পড়ে যাই। কিন্তু কোন সমাধান পাই না।
আপনার বাজেট যদি ১০ হাজার টাকার মধ্যে বা ১০ হাজার টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে আজকের এই পোষ্টটি আপনার জন্য। কারন আজকে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন আপনাদের সামনে তুলে ধরবো। আপনার বাজের ১০ হাজারের মধ্যে হয়ে থাকলে আপনি এখান থেকে যেকোন একটি স্মার্টফোন সিলেক্ট করে কিনতে পারেন।
চলুন তাহলে অযথা বকবক না বাড়িয়ে শুরু করা যাক,
Vivo Y01

বর্তমানে এই স্মার্টফোনটির বাজার মূল্য রয়েছে ১০,৯৯০ টাকা।
স্মার্টফোনটি Shapphire Blue ও Elegant Black এই দুটি কালারের পাওয়া যায়। প্রত্যেক স্মার্টফোনের মতো এতে দুটি সিম ব্যবহারের সুবিধা রয়েছে। এর পেছন দিকে রয়েছে প্লাষ্টিকের বডি।
এই স্মার্টফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি৩৫ (Mediatek Helio p35)। আর জিপিও (GPU) হিসেবে ব্যবহার করা হয়েছে PowerVR GE8320 । স্মার্টফোনটিতে রয়েছে ২ জিবি র্যাম ও ৩২ জিবি রোম। এই স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পায়ারের ব্যাটারি ও সাথে রয়েছে ১০ ওয়াট ফাস্ট চার্জার।
সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ও পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
Symphony Z42

বর্তমানে এই স্মার্টফোনটির বাজার মূল্য রয়েছে ৯,৯৯০ টাকা।
স্মার্টফোনটি Black ও Honey Dew Green এই দুটি কালারের পাওয়া যায়। প্রত্যেক স্মার্টফোনের মতো এতে দুটি সিম ব্যবহারের সুবিধা রয়েছে। এর পেছন দিকে রয়েছে প্লাষ্টিকের বডি।
এই স্মার্টফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও এ২০ (Mediatek Helio A20)। আর জিপিও (GPU) হিসেবে ব্যবহার করা হয়েছে IMG GE8300। স্মার্টফোনটিতে রয়েছে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রোম। এই স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ অ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি।
সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ও পেছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
Realme Narzo 50i

বর্তমানে এই স্মার্টফোনটির বাজার মূল্য রয়েছে ১১,৯৯০ টাকা।
স্মার্টফোনটি Carbon Black ও Mint Greenএই দুটি কালারের পাওয়া যায়। প্রত্যেক স্মার্টফোনের মতো এতে দুটি সিম ব্যবহারের সুবিধা রয়েছে। এর পেছন দিকে রয়েছে প্লাষ্টিকের বডি।
এই স্মার্টফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে ইউনিসোক টি৬১০ (UniSOC T610)। আর জিপিও (GPU) হিসেবে ব্যবহার করা হয়েছে IMG8322। স্মার্টফোনটিতে রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রোম। এই স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ অ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি ও সাথে রয়েছে ১০ ওয়াট ফাস্ট চার্জার।
সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ও পেছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
Infinix Hot 11 Play

এই স্মার্টফোনটির ২ টি ভ্যারিয়েন্ট রয়েছে বাজারে। বর্তমানে এই স্মার্টফোনটির বাজার মূল্য ৪/৬৪ হলো ১১,৯৯০ টাকা ও ৪/১২৮ হলো ১২,৪৯০ টাকা।
বর্তমানে এই স্মার্টফোনটির বাজার মূল্য রয়েছে ১০,৯৯০ টাকা।
স্মার্টফোনটি Green, Gold, Blueও Black এই ৪টি কালারের পাওয়া যায়। প্রত্যেক স্মার্টফোনের মতো এতে দুটি সিম ব্যবহারের সুবিধা রয়েছে। এর পেছন দিকে রয়েছে প্লাষ্টিকের বডি।
এই স্মার্টফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ (Mediatek Helio G35)। আর জিপিও (GPU) হিসেবে ব্যবহার করা হয়েছে PowerVR GE8320 । স্মার্টফোনটিতে রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪/১২৮ জিবি রোম। এই স্মার্টফোনটিতে রয়েছে ৬০০০ অ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি ও সাথে রয়েছে ১০ ওয়াট ফাস্ট চার্জার।
সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ও পেছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
Symphony Z45

বর্তমানে এই স্মার্টফোনটির বাজার মূল্য রয়েছে ১০,৪৯০ টাকা।
স্মার্টফোনটি Blue ও Green এই দুটি কালারের পাওয়া যায়। প্রত্যেক স্মার্টফোনের মতো এতে দুটি সিম ব্যবহারের সুবিধা রয়েছে। এর পেছন দিকে রয়েছে প্লাষ্টিকের বডি।
এই স্মার্টফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে ইউনিসোক টি৬১০ (Unisoc T610)। আর জিপিও (GPU) হিসেবে ব্যবহার করা হয়েছে Mali-G52 MP2। স্মার্টফোনটিতে রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রোম। এই স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পায়ারের ব্যাটারি ও সাথে রয়েছে ১০ ওয়াট ফাস্ট চার্জার।
সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ও পেছনে ১৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।