আষাড়ের তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ। এই তাপদাহ আরো ৩দিন অর্থাৎ শনিবার পর্যন্ত থাকবে। গত কয়েকদিন ধরে টানা তাপদাহে অতিষ্ঠ মানুষ। সূর্যের প্রখর রোদ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে।
এদিন তাপমাত্রা ৩৪ ডিগ্রী সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকছে। বাতাসের আদ্রতা কম হওয়ায় তীব্র গরম অনুভূত হচ্ছে।
আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট থেকে জানা গেছে, এই তাপদাহ আরো কয়েকদিন অর্থাৎ শনিবার পর্যন্ত থাকতে পারে। ১৭ জুলাই রবিবার থেকে আকাশ মেঘলা এবং বৃষ্টি / বজ্রসহ বৃষ্টি হতে পারে। ২১ জুলাই বৃহস্পতিবার ভারী বর্ষণ হতে পারে।

এসময় দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ও বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা কমে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস।