আমরা আমাদের দৈনন্দিন জীবনে স্মৃতি ধরে রাখার জন্য স্মার্টফোনের সাহায্যে কত ছবি না তুলে থাকি। সেই সকল আনন্দের ও স্মৃতিময় ছবিগুলো হয়তো মোবাইল থেকে এক সময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা যদি সেগুলোকে প্রিন্ট করে আমাদের কাছে রেখে দিই তাহলে সেগুলো আমাদের কাছে সংরক্ষণ থেকে যায়।
কিন্তু আমাদের সকল ছবিগুলো প্রিন্ট করার জন্য দোকানে যেয়ে প্রিন্ট করতে হয়। যার ফলে অনেক সময় আলসেমির জন্য যাওয়া হয় না। তাছাড়া তোলা ছবিগুলো তাৎক্ষণিক প্রিন্ট না করার সুযোগ থাকায় অনেক ঝামেলায় পড়তে হয়।
তবে এবার এ সমস্যা সমাধানে, ক্যানন ছোট আকারের বহণযোগ্য প্রিন্টার তৈরি করেছে। ক্যানন সেই প্রিন্টারের নাম দিয়েছে সেলফি সিপি১৫০০ (SELPHY CP1500)।
উক্ত এই প্রিন্টারটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং আইপ্যাডওএস অপারেটিং সিস্টেমে চলা হালনাগাদ স্মার্টফোন, আইপ্যাড ও ডেস্কটপ কম্পিউটর থেকে ছবি প্রিন্ট করতে সক্ষম। সিপি১৫০০ মডেলের এই প্রিন্টারটি ওজনে অনেক কম, এর ওজন মাত্র ৮০০ গ্রাম।
ক্যাননের সেলফি সিপি ১৫০০ মডেলের এই প্রিন্টারটি বাজারে আসবে সেপ্টেম্বর মাসে। এই প্রিন্টারটির মূল্য প্রায় ১৫০ ডলার অর্থাৎ যা বাংলাদেশি টাকায় প্রায় ১৪,১০০ টাকা।
স্পেসিফিকেশনস
এই প্রিন্টারটিতে রয়েছে ইউএসবি সি কেবলের সুবিধার পাশাপাশি ওয়াইফাই এর সাহায্যে প্রিনিটিং এর সুবিধা। যার ফলে এই সুবিধার মসধ্যমে একাধিক স্মার্টফোন থেকে সহজেই ছবি সরাসরি প্রিন্ট করা যায়।
এই প্রিন্টারটি অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রন করা যায়। তাছাড়া এই প্রিন্টারটিতে সয়ংক্রিয়ভাবে ছবির উজ্জ্বলতা বাড়ানো ও রঙ নিয়ন্ত্রনের সুবিধা রয়েছে, যার ফলে ছবি তোলার পর স্মার্টফোনে ছবি এডিট করার প্রয়োজন হয় না।
এই প্রিন্টারের সাহায্যে পোস্টকার্ড সাইজের ছবি মাত্র ৪১ সেকেন্ডে এবং ক্রেডিট কার্ড সাইজের ছবি সর্বনিন্ম ২৩ সেকেন্ডে প্রিন্ট করা যায়। এতে রয়েছে প্রিন্ট করার জন্য ১৬.৭ মিলিয়ন কালারস, যার মাধ্যমে যেকোন ছবি একদম তোলাকৃত ছবির মতোই প্রিন্ট হবে। পেনড্রাইভ ও এসডি কার্ডের মাধ্যমেও এই প্রিন্টারে প্রিন্ট করা যায়।
আরও স্পেসিফিকেশনস নিচে ছবির মাধ্যমে দেওয়া হলোঃ





