সম্প্রতি আমেরীকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ৪৬০ কোটি বছর আগের মহাকাশের ছবি প্রকাশ করেছে। কিন্তু বর্তমান সময়ে বসে ৪৬০ কোটি বছর আগের ছবি কিভাবে হল তা নিয়ে অনেকেই নানান চিন্তা ভাবনা করছেন। চলুন জেনে নেই বর্তমান সময়ে বসে ৪.৬ বিলিয়ন অর্থাৎ ৪৬০ কোটি বছর আগের ছবি কিভাবে পাওয়া যায়ঃ
বিশাল এই মহাবিশ্বের দূরত্বকে আলোকবর্ষ দিয়ে প্রকাশ করা হয়। আলোকবর্ষ জানতে হলে আমাকে আমাদেরকে প্রথমে জানতে হবে আলোক সময়।
আলোক সময় কি
আলোর দূরত্বকে সময়ের সাথে প্রবেশ করে আলোক সময় নির্ণয় করা হয়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড। অর্থাৎ আমরা পৃথিবীতে সূর্যের যেই আলো দেখতে পাই তা সূর্যে আরও ৮ মিনিট ১৯ সেকেন্ড আগেই ঘটে গেছে।
পৃথিবীতে পৌছানোর পর আমার দেখতে পাই বলে এই দূরত্বকে আলোক সময় দ্বারা হিসাব করা হয়। এখানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ৮.৩১ আলোক সময়।
আলোকবর্ষ কি
আলো ১ বছরের অতিক্রান্ত দূরত্বকে বলা হয় ১ আলোকবর্ষ। অর্থাৎ বছরে আলোর পথ অতিক্রম করা কে আলোকবর্ষ বলে।
১ আলোকবর্ষ = ৯.৪৬১ x ১০ ^ ১২ কিলোমিটার। এখানে যদি আমরা এই মহাবিশ্বের দূরত্বকে কিলোমিটারএ প্রকাশ করতে যাই তাহলে আমাদেরকে অনেক বড় সংখ্যার ক্যালকুলেশনের হিসাব করতে হবে। তাই মহাবিশ্বের দূরত্বকে আলোকবর্ষ দ্বারা প্রকাশ করা হয়।
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এর যে ছবিগুলো প্রকাশ হয়েছে তা ৪.৬ মিলিয়ন বছরের পুরনো। মূলত ছবিগুলো পৃথিবী থেকে ৪.৬ বিলিয়ন আলোকবর্ষ দূরের।
এখানে একটি মজার বিষয় হচ্ছে যদি মহাবিশ্বে মানুষের থেকেও উন্নত কোন প্রাণী থাকে তাহলে তারা যদি পৃথিবীর দিকে জেমস ওয়েব স্পেসের মতো উন্নত টেলিস্কোপ তাক করে, তাহলে তারা পৃথিবীর পূর্বের অবস্থা দেখতে পাবে। এমনকি পৃথিবীর পূর্বের প্রাণী যেমন ডাইনোসর দেখতে পাবে।
এখানে টেলিস্কোপ অনেকটা টাইম মেশিনের মতো কাজ করে।